লাল-হলুদ ব্রিগেডের ডিফেন্সের অন্যতম স্তম্ভ অঙ্কিত মুখার্জীকে নিয়ে রবিবার ইস্টবেঙ্গল এফসির টুইট পোস্ট ভক্তদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।চার ম্যাচ হারের মুখ দেখার পর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি।
২০২২-২৩ ISL সেশনে ইস্টবেঙ্গলের এটা দ্বিতীয় জয়।সুনীল ছেত্রীদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ার পিছনে লাল হলুদ ডিফেন্স লাইনের বড় অবদান রয়েছে। গোল না খেয়ে ম্যাচ রেজাল্ট ১-০-তে শেষ করার আনন্দে আত্মহারা ভক্তরা। কিন্তু এই আনন্দের কারিগর দলের ডিফেন্স লাইন তা ভুলে গেলে চলবে না।
এই কারণে রয় কৃষ্ণ উদান্ত সিংদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ডিফেন্ডার অঙ্কিত মুখার্জীর পারফরম্যান্স গ্রাফ পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়াতে। পরিসংখ্যান তুলে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিএফসির প্রতিটি ট্যাকটিক্যাল মুভকে ভেঙে চুরমার করেছে অঙ্কিত। তাই এদিন ইস্টবেঙ্গল এফসির এই টুইট পোস্ট টাইটেলশিপে উন্নতির বার্তা ভক্তদের কাছে পৌছে দিচ্ছে।
An impressive showing at the back.
Ankit's tenacity at the back was crucial in helping us secure our first Clean Sheet of the season!
#JoyEastBengal #BFCEBFC #HeroISL #আমাগোমশাল pic.twitter.com/IrZccB5Oji
— East Bengal FC (@eastbengal_fc) November 13, 2022
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন অঙ্কিত মুখার্জীকে নিয়ে ইস্টবেঙ্গলের চাঞ্চল্যকর টুইট